anusandhan24.com
উত্তরায় বিমান বিধ্বস্ত: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক
সোমবার, ২১ জুলাই ২০২৫ ১০:১৪ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ সোমবার (২১ জুলাই) এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় মোদী এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় মোদী লিখেছেন, ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু তরুণ শিক্ষার্থীর মৃত্যুতে গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

তিনি বলেন, ‘ভারত বাংলাদেশ সরকারের পাশে রয়েছে। আমরা প্রয়োজনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।’

বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এছাড়া বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন।