anusandhan24.com
চট্টগ্রামে বাসে দুর্বৃত্তদের আগুন
সোমবার, ২১ জুলাই ২০২৫ ০৯:১৫ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। তবে, এতে কেউ হতাহত হয়নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, আগুনে পুড়ে যাওয়া গাড়িটির নম্বর চট্ট মেট্রো জ ১১-১১০৯। ঘটনার পর চালক ও সহকারীকে হেফাজতে নেওয়া হয়েছে। যাত্রীদের সাথেও আলাপ চলছে। সব কিছু খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, নন্দনকানন ফায়ার স্টেশন ৬টা ৪৫ মিনিটে খবর পেয়ে ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নির্বাপণ করে।