anusandhan24.com
মিনিকেট নামে চাল সরবরাহ বন্ধের নির্দেশ ভোক্তা অধিকারের
সোমবার, ১৪ জুলাই ২০২৫ ০৯:৩৮ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

মিনিকেট নামে চালের কোনো জাত না থাকার পরও তা বাজারজাত করছে বিভিন্ন করপোরেট ও চালকল মালিকরা। এতে প্রতারিত হচ্ছেন ভোক্তারা। তাই, এ অবস্থায় মিনিকেট নামে বাজারে চাল সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ রোববার রাজধানীতে সংস্থার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ নির্দেশ দেন অধিদপ্তরের মহাপরিচালক আলীম আখতার খান।

তিনি জানান, এর ফলে ভোক্তাদের সঙ্গে খুচরা ব্যবসায়ীরাও প্রতারিত হচ্ছেন। তাই মিনিকেট নামে চাল বাজারজাতকরণ বন্ধে এক মাসের সময় দিয়েছে ভোক্তা অধিদপ্তর। নির্দেশ না মানলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন অধিদপ্তরের মহাপরিচালক।

আলীম আখতার খান বলেন, ‘ভোক্তারা যাতে আপনাদের প্রতি বিশ্বাস অর্জন করে, আপনাদের প্রতি শ্রদ্ধা রাখে সেক্ষেত্র আপনারা আজ থেকে এই নামে কোনো বস্তা বাজারজাত করবেন না।’