anusandhan24.com
টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ২
রবিবার, ১৩ জুলাই ২০২৫ ০৭:২০ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

কক্সবাজারের টেকনাফের শাহপরীতে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, দুজন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (১২ জুলাই) রাতে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী টেকনাফ বড় ডেইল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১টি ব্যাটারি চালিত ইজি বাইকের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল ইজি বাইকটি থামানোর সংকেত প্রদান করে। পরবর্তীতে ইজি বাইকটি তল্লাশি করে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা ও নগদ ৫ হাজার ৪শ টাকাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দ আলামত এবং আটক দুই মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।