anusandhan24.com
বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্ঘটনায় চীনা প্রকৌশলী নিহত
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ০৮:৫৪ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্ঘটনায় ওয়াং জিয়াং গো নামে এক চীনা প্রকৌশলী নিহত হয়েছেন। খনির অভ্যন্তরে হাইড্রোলিক জগের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়। ঘটনাটি মঙ্গলবার বিকালে ঘটলেও বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন খনি কর্তৃপক্ষ ও পার্বতীপুর থানা পুলিশ। প্রকৌশলী ওয়াং জিয়াং গো বড়পুকুরিয়া কয়লাখনির চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএসসি কনসোর্টিয়ামের শিফট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার বিকাল ৫টার দিকে বড়পুকুরিয়া কয়লাখনির অভ্যন্তরের প্রায় ১ হাজার ২৫০ ফুট নিচে ১৩০৫ নম্বর ফেইজে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রাত সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বুধবার বলেন, ২৩ জুন খনির ১৩০৫ নম্বর ফেইজে কয়লার মজুত শেষ হয়। ওই ফেইজ থেকে মাইনিং ইকুইপমেন্ট সরিয়ে এনে নতুন ১৪০৬ নম্বর ফেইজে বসানোর কাজ চলছে। ১৩০৫ নম্বর ফেইজ থেকে হাইড্রোলিক সাপোর্টগুলো বাহির করার সময় ওয়াং একটি স্টিল রোপের সঙ্গে আটকে পড়েন এবং হাইড্রোলিক জগের নিচে চাপা পড়ে আহত হন।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বুধবার বলেন, চীনা ওই প্রকৌশলীর মৃত্যুর ব্যাপারে পার্বতীপুর থানায় মামলা হয়েছে।