anusandhan24.com
গাজায় ইসরাইলি বর্বরতায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত
শনিবার, ২১ জুন ২০২৫ ১২:১৯ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

ইরানের সাথে যুদ্ধের মধ্যেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। শুক্রবার (২০ জুন) গাজাজুড়ে ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও দেইর আল-বালাহের পশ্চিমে একটি বাড়িতে জেট বিমান হামলায় আরো বেশ কয়েকজন নিহত হয়েছেন।
একাধিক হাসপাতাল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর গুলিতে মানবিক সাহায্যের অপেক্ষায় থাকা কমপক্ষে ৩৪ জন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

হাসপাতাল সূত্রে আরো জানা গেছে, মধ্য গাজায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২৩ জন মানবিক সাহায্যের জন্য এসেছিলেন। গাজা সিটিতে আরো ২৩ জন প্রাণ হারিয়েছেন। দক্ষিণ গাজায় ২২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন ত্রাণপ্রার্থীও ছিলেন।

আল জাজিরা জানিয়েছে, ২৭ মে থেকে বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ বিতরণ শুরু করার পর থেকে ত্রাণ কেন্দ্রের কাছে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলায় শত শত মানুষ নিহত হয়েছেন।

ত্রাণসামগ্রী বিতরণের দায়িত্বপ্রাপ্ত ইসরাইলি ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত এই সংস্থাটি গাজায় নিরাপদে ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে ’ব্যর্থতা’ হয়েছে বলে জাতিসঙ্ঘ সমালোচনা করেছে। অন্যান্য সাহায্য সংস্থাগুলো এর আগেই সতর্ক করে দিয়েছিল, মার্চের শুরু থেকে ইসরাইল সম্পূর্ণ অবরোধ আরোপের পর গাজায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল আল-থাওয়াবতা বৃহস্পতিবার বলেন, এখন পর্যন্ত ইসরাইলি বাহিনীর গুলিতে সাহায্য নিতে আসা ৪০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন হাজার ২০৩ জন।