anusandhan24.com
ইসরায়েলের হামলায় ইরানে বিমান চলাচল বন্ধ
শুক্রবার, ১৩ জুন ২০২৫ ১০:৩৩ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলার পর তেহরানের প্রধান বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করেছে কর্তৃপক্ষ।

ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, কর্তৃপক্ষ ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করেছে। তবে ইসরায়েলি হামলার ফলে বিমানবন্দরটি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি।

শুক্রবার (১৩ জুন) কাতারভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরা খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, ইরানের রাজধানী তেহরানের উত্তর-পূর্বদিকে বেশ কয়েকটি বড় বিস্ফোরণ হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের হামলায় ইরানে বিমান চলাচল বন্ধ এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আমাদের মিশন শেষ হওয়ার আগ পর্যন্ত যতদিন প্রয়োজন ততদিন এই অভিযান চলবে।