anusandhan24.com
ভয় দেখিয়ে নারীকে দফায় দফায় ধর্ষণ, আটক ১
শনিবার, ১৭ মে ২০২৫ ০৮:৩৪ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

মোংলায় এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নানা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে তাকে টানা দু’মাস কয়েক দফায় ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় মামলার পর অভিযান চালিয়ে উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রামের বাড়ি থেকে সফিকুল ইসলাম টিটু নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মোংলা থানার ওসি অনিসুর রহমান জানান, ধর্ষণের শিকার মধ্যবয়সি এক নারী কাইনমারী গ্রামের নুরুল আমীনের বাড়িতে একা ভাড়া বাসায় থাকতেন। এ সময় বাড়ির মালিকের ছোট ভাই টিটু বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। বৃহস্পতিবার সর্বশেষ ধর্ষণের শিকার হয়ে ওই নারী থানায় মামলা করেন। এ ঘটনায় আটক যুবককে শুক্রবার বিকালে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।