anusandhan24.com
আঞ্চলিক আকাশসীমা স্বাভাবিক, বিমানের টরন্টো লন্ডন রোমের ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ০৬:২২ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

পাকিস্তান ও ভারতের মধ্যে আঞ্চলিক আকাশসীমা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ বুধবার টরন্টো, লন্ডন এবং রোম অভিমুখী ফ্লাইটের জন্য সংশোধিত ঢাকা ত্যাগের সময়সূচি ঘোষণা করেছে।

জাতীয় পতাকাবাহী সংস্থা জানিয়েছে, ফ্লাইটের নতুন সময়সূচি বৃহস্পতিবার থেকে কার্যকর হবে এবং সব যাত্রীর আপডেট করা সময় অনুসারে চেক-ইন কাউন্টারে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-টরন্টো (ইএ৩০৫/৩০৬) ফ্লাইটের আপডেট করা ফ্লাইটের সময়সূচি- ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় পূর্ববর্তী সময় ভোর ৩:৪৫ থেকে পরিবর্তন করে ভোর ৩টা করা হয়েছে।

ঢাকা-লন্ডন (ইএ২০১/২০২) ফ্লাইট – ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময়সূচি সকাল ৭:৪০টার পরিবর্তে সকাল ৭টায় পুনঃনির্ধারণ করা হয়েছে। শুধু বৃহস্পতিবার, ঢাকা-লন্ডন ফ্লাইট এখন সকাল ৮:৫০টার পরিবর্তে সকাল ৮:১০টায় ছাড়বে।

ঢাকা-রোম (ইএ৩৫৫/৩৫৬) ফ্লাইট-ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় পূর্বের সময় ১১:৩০টার পরিবর্তে সকাল ১০:৪৫টায় নির্ধারণ করা হয়েছে।