anusandhan24.com
ক্ষতিপূরণ পাচ্ছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা
বুধবার, ১৪ মে ২০২৫ ০৮:৪২ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

প্রধান সড়কে উঠে পড়ায় শাস্তিমূলক তিন চালকের অটোরিকশা ভেঙে ফেলে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), যা সামাজিক যোগাযোগ মাধ্যমে মূহূর্তেই ছড়িয়ে পড়ে।

এরই মধ্যে সেই তিন অটোরিকশাচালককে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

মঙ্গলবার (১৩ মে) রাতে ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন তিনি।

ডিএনসিসির প্রশাসক এজাজ বলেন, আজকে যে তিনজনের রিকশা ভাঙা হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। মেইন রোডে না আসার জন্য তিনটি রিকশা ভাঙা হয়েছিল। আমরা পরিবারগুলোকে আয়ের বিকল্প ব্যবস্থা করার জন্য উদ্যোগ নিচ্ছি।