anusandhan24.com
মালয়েশিয়ায় জাসাসের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ০৯:০৯ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মালয়েশিয়া শাখার উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশটির স্থানীয় সময় রোববার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে অনুষ্ঠানটি হয়।

জাসাস মালয়েশিয়া শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুমের সভাপতিত্বে ও জাসাস মালয়েশিয়া শাখার আহ্বায়ক কাউসার আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালকা মাহমুদ।

এতে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সহসাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, বিএনপির অর্থবিষয়ক সম্পাদক এম এ কালাম, বিএনপির জ্যেষ্ঠ নেতা আব্দুর রহিম, ক্লাং মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির আহমেদ ও সাধারণ সম্পাদক ইসমাইল মজুমদার।

ইফতার পূর্বক আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া করা হয়।