anusandhan24.com
মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
বুধবার, ১২ মার্চ ২০২৫ ০৯:৫১ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (১১ মার্চ) রাত ৩টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৩টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে সবমিলিয়ে আটটি ইউনিট একত্রে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন বিষয়টি বলেন, আগুনের খবর পেয়ে ১০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তেজগাঁও ফায়ার স্টেশনের একটি ইউনিট। আগুনের ছড়াতে থাকায় এরপর একে একে আরও ৭টি ইউনিট যোগ দেয়। দেড় ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রান্সমিটার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। ট্রান্সমিটারের নিচেই দাহ্য পদার্থ থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরে। আগুন লাগায় বস্তির বাসিন্দারা ঘর থেকে বের করতে পারেননি তেমন কোনো মালামাল। জীবন নিয়ে কোনরকমে নিরাপদ আশ্রয় নেন তারা।

তবে আগুনের কারণে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।