anusandhan24.com
ট্রাম্প আসলেই একটা গুন্ডা: বেলজিয়ামের প্রধানমন্ত্রী
শুক্রবার, ৭ মার্চ ২০২৫ ০৪:৪৫ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

ইউক্রেনের ইস্যুতে রাশিয়ার প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের তীব্র সমালোচনা করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার। এমনকি ট্রাম্পের আচরণ একপাক্ষিক বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ব্রাসেলসে এক বৈঠকে ওয়েভার বলেন, ট্রাম্প যা করছেন তা পুরোপুরি ইউরোপের বিপরীতে। সে আসলেই একটা গুন্ডা।

সেই সময় ইউক্রেনের প্রতি বেলজিয়ামের অকুণ্ঠ সমর্থনের কথাও জানিয়েছেন ওয়েভার। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার কথাও জানিয়েছেন তিনি।

ওয়েভার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ন্যাটোর ঐতিহাসিক গুরত্বপূর্ণ মিত্র। একজন প্রেসিডেন্টের জন্য সেটি পরিবর্তন হবে না। এএফপি।