anusandhan24.com
মাগুরায় রমজানকে সামনে রেখে ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা।
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫৯ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

পবিত্র রমজানকে সামনে রেখে ২৬শে ফেব্রুয়ারি বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশের যৌথ টাস্কফোর্স টিম কর্তৃক মাগুরা সদর উপজেলার পুরাতন বড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

বেলা ১১টা থেকে ১.৩০ পর্যন্ত পরিচালিত অভিযানে তেল, ছোলা, মাছ-মাংশ, মুরগি, সবজি, মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় মেসার্স সৃষ্টি এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে তদারকিতে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জনাব সমরেশ বিশ্বাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় সতর্কতামুলক ৫,০০০/- টাকা, মেসার্স ভাই ভাই স্টোরের মালিক গোউর কুমার সাহাকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মুল্যবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে ৩৭,৩৮ ও ৫১ ধারায় ৩০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।

পরবর্তীতে মাছ-মাংস, মুরগি, চাউলের দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। কেউ যেন রমজান মাসে অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাপ্টেন হাসান এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম।এছাড়া জেলা প্রাণী সম্পদ অফিস ও জেলা মৎস্য অফিসের প্রতিনিধি, জেলা কৃষি বিপণন কর্মকর্তা ও মাগুরা সদর থানা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।