anusandhan24.com
ঐতিহাসিক ফোর্ট উইলিয়াম দুর্গের নাম বদল করল ভারত
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:০০ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

১৭৮১ সালে নির্মিত ব্রিটিশ সাম্রাজ্যের কর্তৃত্বের প্রতীক ফোর্ট উইলিয়াম দুর্গ। এতদিন এই দুর্গটিকে ভারতীয় সেনাবাহিনী কলকাতায় ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার করে আসছিল। সেই ফোর্ট উইলিয়াম দুর্গের নাম এবার পরিবর্তন করেছে তারা। বিজয় দুর্গ নাম রাখা হয়েছে দুর্গটির।
ঔপনিবেশিক উত্তরাধিকার থেকে সরে আসার সিদ্ধান্ত হিসেবে ভারতীয় সেনাবাহিনী এই সিদ্ধান্ত নিয়েছে। বুধবার যা নিশ্চিত করেছে একজন প্রতিরক্ষা কর্মকর্তা।

জানা গেছে, অভ্যন্তরীণভাবে গৃহীত একটি সিদ্ধান্তে, সেনাবাহিনী শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বিস্তীর্ণ ক্যাম্পাসের অভ্যন্তরে কিছু ল্যান্ডমার্ক বিল্ডিংয়ের নামকরণ করেছে। যা নিয়ে ওই প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ‘আমরা ধীরে ধীরে ঔপনিবেশিক উত্তরাধিকার থেকে দূরে চলে যাচ্ছি। যে কারণে ফোর্ট উইলিয়াম এবং এর অভ্যন্তরে আরও কিছু ভবনের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী।’

সেনাবাহিনী সেন্ট জর্জ গেটের নাম পরিবর্তন করে শিবাজি গেট রাখা হয়েছে। আর এই ঐতিহাসিক স্থাপনা পুনর্নামাকরণের সিদ্ধান্ত গত নভেম্বর-ডিসেম্বর মাসেই নেওয়া হয়েছিল বলে জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা কিচেনার হাউসের নাম পরিবর্তন করে মানেকশ হাউস করেছি।’

ফিল্ড মার্শাল স্যাম মানেকশ ১৯৭১ সালে বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধের সময় দেশটির সেনাপ্রধান ছিলেন। বাংলাদেশ যুদ্ধে যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

এছাড়াও স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় যিনি বাঘা যতীন নামে পরিচিত, যিনি ১৯১৫ সালে ওড়িশার বালাসোরে বন্দুকযুদ্ধে ব্রিটিশ পুলিশের বুলেটের শিকার হন। তার অবদান স্বরূপ রাসেল ব্লকের নামকরণ করেছে বাঘা যতীন ব্লক নামে।