anusandhan24.com
সৌদি আরব সফরে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট
সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৪৪ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

সৌদি আরব পৌঁছেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। রোববার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় রিয়াদের ডেপুটি আমির যুবরাজ মোহাম্মদ বিন আব্দুল রহমান তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর।

সফরে শারার সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, দামেস্ক ও রিয়াদের মধ্যে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্তর্বর্তী প্রেসিডেন্টের সফরসঙ্গী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। তিনি দুই দেশের উচ্চ পর্যায়ের কূটনৈতিক সম্পর্কের বিষয় তুলে ধরেন। সিরিয়ার ক্ষমতা থেকে বাশার আল-আসাদকে উচ্ছেদ করার প্রায় দুই মাস পর আল-শারাকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। এএফপি।