anusandhan24.com
গাড়িতে গ্যাস ব্যবহারকারীদের জন্য সুখবর
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ ০৬:৫৯ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

মূল্য সংযোজন করের সমন্বয়ে কমেছে গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটোগ্যাস) দাম।বুধবার রাতে এক আদেশে এ তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আদেশে বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও আদেশের মাধ্যমে এলপিজির ওপর আরোপিত ভ্যাটের হার পরিবর্তনের ফলে অটোগ্যাসের মূল্য ৬৭ টাকা ২৭ পয়সায় সমন্বয় করা হয়, যার মধ্যে ভ্যাট ৪ টাকা ৪১ পয়সা অন্তর্ভুক্ত করা হয়।

প্রকৃতপক্ষে এলপিজি মজুতকরণ পরবর্তী মূল্য ৫৩ টাকা ১৪ পয়সার ওপর ৭ দশমিক ৫ শতাংশ হারে মুসক হবে ৩ টাকা ৯৯ পয়সা। সে অনুযায়ী ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূল্য হবে প্রতিলিটার ৬৬ টাকা ৮৫ পয়সা।

এর আগে, গত ১৪ জানুয়ারি এক আদেশে অটোগ্যাসের (এলপিজির) দাম বৃদ্ধি করে ৬৭ টাকা ২৭ পয়সা নির্ধারণ করে এনার্জি রেগুলেটরি কমিশন।