anusandhan24.com
সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ কন্যা ইস্যুতে তুমুল আলোচনায় পাকিস্তান
শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ ০৯:২১ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে হাত মিলিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে নওয়াজ কন্যা।যিনি বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মহিলা মুখ্যমন্ত্রী।

নওয়াজ কন্যার হাত মেলানোর ঘটনায়,দেশজুড়ে এল কটাক্ষের ঝড়। পুরুষের হাতে কেন হাত রেখেছে মরিয়ম? যা নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক।

একের পর এক চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। কেউ লিখেছেন ‘বর্তমান সময় অনুযায়ী হাত মেলানোটা একেবারেই সঠিক। এতে সম্মান জানানো হয় পরস্পরকে।’ কিন্তু সমালোচকদের দাবি ‘এটা ঘোর অন্যায়। ইসলামী আইন বিরুদ্ধ কাজ। পর পুরুষের হাতে হাত রাখা ঠিক হয় নি।