anusandhan24.com
বাংলাদেশ-ভারত সীমান্তে বাঙ্কার নির্মাণ: এবিপি
শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ ০৯:২০ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

শুক্রবার (১০ই জানুয়ারি) ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমইস, সংবাদমাধ্যম এবিপির বরাতে দাবি করে,অভিযোগ উঠেছে,বাংলাদেশ ভারত সীমান্তে বাঙ্কার তৈরী করছে বিজিবি।এই প্রতিবেদন প্রকাশের পর থেকেই ভারতসহ সারাদেশে উঠে আলোচনার ঝড়।

প্রতিবেদনে আরো দাবি করা হয়,ভারতের সুকদেবপুর সীমান্তে কাঁটাতার বসাতে যাওয়া এক ব্যক্তি জানিয়েছেন যে বিজিবির ২৫০-৩০০ জন সদস্য চলে আসেন যখন, বাংলাদেশের দিকে ভিড় জমান ২,০০০-৩০০০ মানুষ। সেইসঙ্গে তিনি আরো দাবি করেছেন, ওই সীমান্তে বাঙ্কার খুলেছে বিজিবি। আগে সেগুলি ছিল না। ওই বাঙ্কার থেকে সবসময় বন্দুক তাক করে রাখা হয়েছে বলে দাবি করেছেন ওই ব্যক্তি।

ভারতের গণমাধ্যমের এমন তথ্যের এখন পর্যন্ত কোন সত্যতা নিশ্চিত হওয়া যায় নি।তবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের ৯ই জানুয়ারির এক প্রতিবেদনে জানায়,ভারতের উত্তর ২৪ পরগণা জেলার দুটি অঞ্চলে সীমান্ত প্রহরায় নতুন বেশ কিছু ব্যবস্থা নিচ্ছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

বিএসএফের দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ারের প্রায় ৩৬৩ কিলোমিটার নদী সীমান্ত। ফ্রন্টিয়ারের নয়শো কিলোমিটারেরও বেশি এলাকার মধ্যে প্রায় চারশো কিলোমিটারে চিরাচরিত কাঁটাতারের বেড়া দেওয়া গেছে, বাকি প্রায় অর্ধেক এলাকায় এখনও কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি বলে বিএসএফ জানাচ্ছে।

বিবিসি আরো জানায়,নতুন সীমান্ত ব্যবস্থাপনায় একসারি কাঁটাতারের বেড়া লাগানো হবে এবং একই সঙ্গে নজরদারির জন্য একাধিক বৈদ্যুতিক যন্ত্র এবং অত্যাধুনিক ক্যামেরা লাগানো হয়েছে। সঙ্গে প্রহরীদের সতর্ক করার জন্যও কিছু যন্ত্র লাগানো হয়েছে।কিন্তু প্রতিবেদনে বাঙ্কার স্থাপনের বিষয়ে কিছু বলা হয় নি।

ফুয়াদ