anusandhan24.com
বগুড়া সদর উপজেলা আ. লীগ সভাপতি স্ত্রীসহ গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ০৯:৩৫ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু সুফিয়ান সফিক ও তার স্ত্রী লিপি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সফিকের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে গণহত্যার ঘটনায় একাধিক মামলা হয়।

গতকাল বুধবার রাত ৮টায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ডিএমপির ডিবি তেজগাঁও টিম তাদের গ্রেপ্তার করে।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আবু সুফিয়ানের সফিকের বিরুদ্ধে বগুড়া সদর থানায় জুলাই অভ্যুত্থানে গণহত্যার মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। এ ছাড়া, তার স্ত্রী লিপি আক্তার বগুড়া সদর থানার বিস্ফোরক আইনের মামলার আসামি।