anusandhan24.com
জন্মদিন উদযাপনের সময় নিজের গুলিতে শিক্ষার্থী নিহত
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ১০:৩১ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

জন্মদিন উদযাপনের সময় যুক্তরাষ্ট্রে অসাবধানতায় নিজের বন্দুকের গুলিতে নিহত হয়েছেন এক ভারতীয় শিক্ষার্থী। পুলিশের বরাত দিয়ে শুক্রবার (২২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

প্রতিবেদন বলা হয়েছে, ঘটনাটি ১৩ নভেম্বরের। ভুক্তভোগীর নাম আরিয়ান রেড্ডি।

জন্মদিন উদযাপনের সময় রেড্ডি তার নতুন কেনা বন্দুকটি পরিষ্কার করার চেষ্টা করেন। ওই সময় অসাবধানতায় একটি গুলি তার বুকে লাগে।

গুলির শব্দ শুনে রেড্ডির বন্ধুরা ছুটে আসেন এবং তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রেড্ডিকে মৃত ঘোষণা করেন।

আরিয়ান রেড্ডি আটলান্টার কানসাস স্টেট ইউনিভার্সিটির মাস্টার্সের ছাত্র ছিলেন। ভারতের তেলেঙ্গানার ভুবনগিরি জেলার পেদাদারাও পল্লী গ্রামের বাসিন্দা রেড্ডি। তার পরিবার এখন উপল জেলায় বসবাস করছেন।