anusandhan24.com
বন্ধ তিতুমীর!
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ০৮:৪০ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ‘কলেজ শাটডাউন’ কর্মসূচি দিয়েছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে সড়ক ছেড়েছেন। এই কর্মসূচির অংশ হিসেবে তাঁরা কোনো ধরনের ক্লাস-পরীক্ষায় অংশ নেবেন না। এমনকি তাঁরা মঙ্গলবারও সড়ক অবরোধ করবেন।

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে রাজধানীর মহাখালী এলাকায় সোমবার সাড়ে চার ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এরপর আড়াই ঘণ্টা বিরতি দিয়ে সন্ধ্যায় আবার সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। রাত সাড়ে নয়টার দিকে অবরোধ শেষ করে তাঁরা ঘোষণা দেন, মঙ্গলবার আলোচনায় বসার কথা রয়েছে। ইতিবাচক সিদ্ধান্ত না আসা পর্যন্ত কাল সকাল থেকে ‘কলেজ শাটডাউন’ কর্মসূচি পালন করা হবে।