anusandhan24.com
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৫১
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ০৮:২৯ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৪০ বাংলাদেশিসহ ৫১ জন অভিবাসীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাত ১২টার দিকে এক অভিযানে তাদের আটক করে দেশটির অভিবাসন বিভাগ।

কুয়ালালামপুরের সেগামবুট এলাকায় রাত ১২টার দিকে অভিযান শুরু করে কুয়ালালামপুর অভিবাসন বিভাগ। যা চলে রাত তিনটা পর্যন্ত।

শনিবার (১৬ নভেম্বর) কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, ৩৮টি আবাসিক ভবনে অভিযান চালানো হয়েছে। অভিযানে মোট ১৫৮ জনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ৫১ জনের বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ৪০ জন বাংলাদেশি। অন্যদের মধ্যে ইন্দোনেশিয়ার ৬, নেপালের ৪ ও পাকিস্তানের ১ জন নাগরিক রয়েছেন। কারো পরিচয় প্রকাশ করা হয়নি। জানানো হয়েছে, সবার বয়স ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে।

আটক হওয়া বাংলাদেশিদের মধ্যে এক দম্পতি রয়েছেন। বৈধ ট্রাভেল পাস না থাকায় তাদের আটক করা হয়। আটক হওয়ার পর তারা তাদেরকে ছেড়ে দিতে কর্তৃপক্ষের কাছে আকুতি জানান।