anusandhan24.com
শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় অনুঘটক হিসেবে কাজ করেছে বিচার বিভাগ -ড. ইফতেখারুজ্জামান
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ০৮:১৭ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে। গণমাধ্যমের একটি অংশও একই ভূমিকা রেখেছিল। ঢাকার মাইডাস সেন্টারে গতকাল আইন-বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি এমন মন্তব্য করেন। টিআইবি ও সুপ্রিম কোর্ট রিপোর্টাস ফোরাম এই কর্মশালা আয়োজন করে।
ড. ইফতেখারুজ্জামান বলেন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। গণমাধ্যমকে কর্তৃত্ববাদী সরকার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। বিচার বিভাগের সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কার আসতে হবে। গণমাধ্যমকর্মীরা এ ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে। গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কোনো বাইরের শক্তির প্রয়োজন নেই। গণমাধ্যম নিজেই চাইলে নিজেদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারে।
অনুষ্ঠানে সাংবাদিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় আইনি লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। কর্মশালায় সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) সভাপতি মাসউদুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বক্তব্য রাখেন।