anusandhan24.com
ধানমন্ডিতে ডাকাতের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক খুন
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ১০:২৫ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে পশ্চিম ধানমন্ডি নতুন ৮/এ এলাকার ২৯৪/১ নম্বর পাঁচতলা বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ ও তার স্ত্রী সুফিয়া রশিদ— দুজনই চিকিৎসক। তাদের দুই সন্তান লন্ডনে পড়াশোনা করেন। আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করলেও প্রতি বছর ছয় মাস বাংলাদেশে ও ছয় মাস লন্ডনে কাটাতেন।

থানা সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে একদল ডাকাত ওই বাসায় প্রবেশ করে। তারা প্রথমে দোতলার বাসায় প্রবেশ করে আব্দুর রশিদ ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে। একপর্যায়ে বাধা দিলে ডাকাতরা তাদের ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।এতে আব্দুর রশিদ ঘটনাস্থলেই মারা যান।

পাশের বাড়ির ভাড়াটিয়া মো. জহুরুল হক বলেন, রাত পৌনে তিনটার দিকে চিৎকার শুনে জেগে উঠি। কিন্তু ভয়ে বের হতে পারিনি। দীর্ঘদিন ধরেই আমরা এখানে নিরাপত্তাহীনতায় ভুগছি।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চলছে। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।