anusandhan24.com
আশ্বাসে অবরোধ তুলে ২ ঘণ্টা পরই ফের মহাসড়কে শ্রমিকরা
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ০৬:২১ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ফের অবরোধ করেছে আন্দোলনকারী শ্রমিকরা। এর আগে ৫৩ ঘণ্টা পর টিএনজেড অ্যাপারেলস কারখানার শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেন। কিন্তু ওই ঘোষণার প্রায় দুই ঘণ্টা পর ফের মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা।

সোমবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শ্রমিকরা প্রশাসনের উপস্থিতি সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তার আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

কিন্তু ফের মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। শ্রমিকরা বলছেন, আশ্বাস নয়, আমরা বেতন চাই। এর আগে টানা ৫৩ ঘণ্টা পর অবরোধের পর প্রত্যাহারের ঘোষণা দিলে যান চলাচল শুরু হয়।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পর বেলা ২টা ৫০ মিনিটের দিকে যানচলাচল স্বাভাবিক হয়। বিকেলের দিকে ফের মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। শ্রমিক বলছে, তাদের বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছিল। এখন তারা আশ্বাস মানছে না।

অধিকাংশ শ্রমিক বলছে, তারা বকেয়া বেতনের টাকা যতক্ষণ হাতে না পায় ততক্ষণ পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকবে।