anusandhan24.com
ইসরাইলের হামলায় জবাব দেবে ইরান
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ০৮:২৭ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

ইরানের রাজধানী তেহরানসহ আরও দুটি প্রদেশের সামরিক অবকাঁঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার গভীর রাতে এই হামলা চালায় নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েল যে হামলা চালিয়েছে, তার জবাব দিতে প্রস্তুত তেহরান।

ইরান সরকারের একটি সূত্র দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজকে এ কথা জানিয়েছে। সূত্রটি বলেছে, ‘ইরান যেকোনো আগ্রাসনের প্রতিক্রিয়ায় জবাব দেওয়ার অধিকার রাখে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল কোনো পদক্ষেপ নিলে দেশটি তার উপযুক্ত প্রতিক্রিয়া পাবে।’

তেহরান জানিয়েছে, ইসরায়েল শনিবার ভোরে তাদের সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইরানের বিমান বাহিনী। বিবৃতিতে বলা হয়, তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে ইসরায়েল হামলা চালায়। হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে। কিছু জায়গায় সামান্য ক্ষতি হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ক্ষেপণাস্ত্র উৎপাদন করে এমন স্থাপনায় হামলা চালিয়েছে তারা।

এদিকে ইরানে বিমান হামলার আপাতত সমাপ্তির ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর সিনিয়র মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরানে ইসরায়েলের হামলা শেষ হয়েছে, আর হামলা চালাবেনা ইসরায়েল।

তিনি বলেন, ইরান চলতি মাসের শুরুতে তেলআবিবে যে হামলা চালিয়েছিল তার জবাবে ইসরায়েলি প্রতিক্রিয়া সম্পূর্ণ হয়েছে।