anusandhan24.com
আরও ৩ হত্যা মামলা হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথম গুমের অভিযোগ
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ০৮:২৮ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে প্রথমবারের মতো গুমের অভিযোগ দাখিল করা হয়েছে। এনামুল কবির নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে ২০১৮ সালের ১৭ নভেম্বর ডিবি অফিসে ১০ দিন ধরে চোখ, হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় গতকাল সোমবার এই অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী নিজেই। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় ২০০৯ সাল থেকে এ পর্যন্ত যত গুম হয়েছে, তার সব ঘটনার তদন্ত চাওয়া হয়েছে অভিযোগে।

এদিকে সাভারের পাকিজা মোড়ে শিক্ষার্থী আসাহাবউল ইয়ামিনকে গুলি করে এপিসি ভ্যান থেকে ফেলে দেওয়ার ঘটনায়ও গতকাল ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন তাঁর মামা। এতে শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৭৮ জনকে আসামি করা হয়েছে।
গত ৫ আগস্ট সকালে মিরপুর-১৪ নম্বরে ছাত্র-জনতার মিছিলে গুলিতে গার্মেন্ট কর্মী মো. ফজলু নিহত হওয়ার ঘটনায় গতকাল শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানাসহ ৭১ জনের নামে মামলা হয়েছে। ঢাকা মহানগর হাকিম সাইফুল ইসলামের আদালতে ফজলুর স্ত্রী সুরাইয়া এ মামলা করেন। আদালত পিবিআইকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।
একই দিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গত ২১ জুলাই গুলিবিদ্ধ হয়ে কিশোর আরাফাত হোসেন আকাশের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি জানান, গত রোববার রাতে নিহতের বাবা আকরাম হোসেন সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছেন।

এম এ মান্নানের জামিন নামঞ্জুর
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন গতকালও নামঞ্জুর করেছেন আদালত। গতকাল মান্নানের অনুপস্থিতিতে দ্রুত বিচার আদালতে তাঁর জামিন আবেদন করেন আইনজীবীরা। জামিন শুনানি নিয়ে সকাল থেকেই উত্তপ্ত অবস্থা ছিল আদালত প্রাঙ্গণে। বিচারের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনের কিছু শিক্ষার্থী আদালত এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করে বাড়ানো হয় আদালতের নিরাপত্তা। জামিন শুনানি শুরু হলে উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুই পক্ষের আইনজীবীর মধ্যে। পরে শুনানিতে মান্নানের জামিন নামঞ্জুর করেন আদালত।

আরও দুই হত্যা মামলায় গ্রেপ্তার শাহরিয়ার কবির
রাজধানীর যাত্রাবাড়ী থানায় হওয়া পৃথক দুটি হত্যা মামলায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি শেষে তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

দুই মামলায় গ্রেপ্তার দেখানো হলো আনিসুল ও মামুনকে
হাফেজ জুবায়ের আহমেদ হত্যার অভিযোগে খিলগাঁও থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উত্তরা পশ্চিম থানায় পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত গতকাল এ আদেশ দেন। এ ছাড়া ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরে অটোরিকশাচালক মো. রনি হত্যা মামলায় গ্রেপ্তার কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি সেলিম আলতাফ জর্জকে দুই দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে চট্টগ্রাম ব্যুরো ও নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আনন্দ মিছিলে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া মো. আলম এবং গুলিবিদ্ধ হয়ে মাদ্রাসাছাত্র গুরুতর আহত হওয়ার পৃথক দুটি অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে চট্টগ্রামে। গত রোববার ডবলমুরিং ও পাঁচলাইশ থানায় মামলা দুটি হয়। এ ছাড়া রংধনু গ্রুপের পরিচালক ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে পৃথক চারটি মামলায় ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালত এ আদেশ দেন।

কারাগারে দুই সাংবাদিক
ছাত্র আন্দোলনের সময় গৃহকর্মী লিজা আক্তারকে গুলি করে হত্যার অভিযোগে রমনা মডেল থানায় করা মামলায় রিমান্ড শেষে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবুকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল ঢাকা মহানগর হাকিম সাইফুল ইসলামের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
এ ছাড়া গুলি করে যুবক ফজলুকে হত্যার অভিযোগে ভাসানটেক থানার মামলায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকেও কারাগারে পাঠানো হয়েছে। গতকাল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।