anusandhan24.com
কাজলকে নিয়ে সমালোচনা
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ০৬:২৮ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

সাহায্যের হাত বাড়ানো বডিগার্ডকে ধাক্কা দিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কাজল। ইন্টারনেটে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে ছেলে যুগের সঙ্গে দেখা মিলছে কাজলের। ছেলের চোট, খুঁড়িয়ে হাটছে। সিঁড়ি দিয়ে নামার সময় সাহায্যের হাত বাড়ায় কাজলের দেহরক্ষী। আচমকা সেই বডিগার্ডকে ধাক্কা মেরে সরান কাজল। আর এতেই সমালোচনায় মুখর নেটিজেনরা।

নিজেরই বডিগার্ডের প্রতি এমন আচরণের কারণে তাকে অমিতাভপত্নী জয়া বচ্চনের সঙ্গেও তুলনা করেছেন কেউ কেউ। একজন বলেছেন, ‘কাজল দিন দিন জয়া বচ্চন হয়ে উঠছেন’।

কেউ বললেন, ‘জয়া বচ্চন পার্ট-২’। অবশ্য রূঢ় আচরণের জন্য কাজল সমালোচিত হলেন, এটাই প্রথম নয়। আগেও বহুবার জনসমক্ষে বাজে আচরণের জন্য ট্রলড হয়েছেন তিনি।