পালিয়ে যাওয়ার পথে মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেফতার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তার এই গ্রেফতারের খবরে আনন্দ মিছিল হয়েছে তার সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা-আখাউড়ায়।
কোটা সংস্কার আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের গ্রেফতারের সংবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আনন্দ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আনিসুল হকের গ্রেফতারের খবরে মঙ্গলবার রাত সাড়ে আটটায় পৌরশহরের সড়ক বাজার তিন রাস্তার মোড় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন রোডে পথসভা করে। আনন্দ মিছিলে বিএনপি, পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেয়। সেই সভা শেষে আনিসুল হকের কুশপুত্তলিকা দাহ করা হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মো. জয়নাল আবেদীন আব্দু, সদস্য সচিব ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির আহবায়ক মো. সেলিম ভূঁইয়া, সদস্য সচিব মো. আক্তার খান, যুবদলের আহবায়ক মো. জাকির হোসেন, সদস্য সচিব মো. মহসিন ভূঁইয়া, পৌর যুবদলের আহবায়ক মো. জাবেদ আহমেদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান সানী প্রমুখ। এসময় বক্তারা আনিসুল হকের ফাঁসির দাবি জানান।