anusandhan24.com
লাইসেন্সবিহীন অস্ত্র-গুলি থানায় জমা দেওয়ার আহ্বান ডিএমপির
সোমবার, ১২ আগস্ট ২০২৪ ০৬:২৬ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

যাদের কাছে লাইসেন্সবিহীন অস্ত্র ও গুলি আছে সেগুলো থানায় জমা দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার রাতে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক ক্ষুধে বার্তায় একথা জানানো হয়।

বার্তায় বলা হয়, কারো কাছে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র/গুলি থেকে থাকলে অতিসত্বর নিকটস্থ থানায় জমা দিন। লাইসেন্সবিহীন অস্ত্র/গুলি কারো হেফাজতে থাকা দণ্ডনীয় অপরাধ।