anusandhan24.com
সাতক্ষীরা কারাগারে ছাত্র-জনতার ভাঙচুর, পালিয়েছেন সব বন্দি
মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪ ১০:১১ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

সাতক্ষীরা জেলা কারাগারে বিক্ষুব্ধ লোকজন ভাঙচুর করে আগুন দিয়েছেন। সোমবার রাতে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা জেলা কারাগারের তালা ভেঙে সব বন্দিকে মুক্ত করে দিয়েছেন উৎসুক জনতা। এর পর একে একে বেরিয়ে আসতে দেখা যায় সব বন্দিকে।

সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা জেলা কারাগারে নোটিশ বোর্ডের তথ্য অনুযায়ী কারাগারে ৫৮০ বন্দি ছিলেন। শহরের মিলবাজার জেলা কারাগারের পুরো এলাকা জুড়ে প্রথমে বিদ্যুৎ লাইন বন্ধ করা হয়। এর পর তালা ভেঙে সবাইকে বাহির করে আনা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরের পর বিজয়োল্লাসে নামেন সাধারণ মানুষ। পুরো শহর যখন জয়ের আনন্দ উল্লাসে মেতে ছিল ঠিক তখন জেলা কারাগারে বিক্ষুব্ধ জনতা গিয়ে সবাইকে বের করে আনে। বের হওয়ার সময় কয়েকজন কারাবন্দিদের কাছে জানতে চাইলে তারা জানান, আমরা এত কিছু জানি না। সবাই বের হচ্ছিল তাই আমরাও আসলাম। ভেতরে কেউ নেই। জেল সুপার ও জেলারকে বারবার ফোন করা হলেও তারা রিসিভ করেননি।