anusandhan24.com
আন্দোলনরত শিক্ষার্থীদের পানি খাইয়ে গ্রেফতার!
বুধবার, ৩১ জুলাই ২০২৪ ০৫:৫৪ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের পানি খাওয়ানোর অভিযোগে জসিম খান (৩৫) নামের এক চায়ের দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ডিউটি অফিসার সাব-ইনস্পেকটর রোজিনা আক্তার। এছাড়াও ২৪ ঘণ্টায় চারজন নাশকতাকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক। গ্রেফতার জসিম বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি গ্রামের মো. তোফাজ্জেল খানের ছেলে।

জসিমের স্বজনরা বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন জসিমের একটি চায়ের দোকান রয়েছে। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পানি খাওয়ানোর অভিযোগে জসিমকে গ্রেফতার করা হয়েছে। এ কারণে বিপাকে পড়েছে জসিমের পরিবার। তারা বলেন, জসিমের দোকানের ইনকামে পরিবারের সদস্যদের ভরণপোষণ চলে। পানি খাইয়ে গ্রেফতার হওয়ার বিষয়টি তারা ন্যক্কারজনক আখ্যায়িত করেছেন।

জসিমের চাচাতো ভাই রহমান বলেন, চায়ের দোকানে যে কোনো লোক পানি খেতে আসে। তাকে গ্রেফতার করা অমানবিক। কর্ণকাঠি এলাকার বাসিন্দা মনির মল্লিক বলেন, শুধু জসিম নয়, এসব ঠুনকো অভিযোগের ভিত্তিতে ৭/৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাছাড়া বাড়ি বাড়ি গিয়ে পুলিশ নিরীহ মানুষকে হয়রানি করছে।

কোটা সংস্কার আন্দোলন নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের তিনটি থানায় ৫১০০ জনকে আসামি করে সাতটি মামলা হয়েছে। এসব মামলায় মঙ্গলবার পর্যন্ত ১৩৪ জনকে গ্রেফতার করেছে বলে দাবি পুলিশের।