anusandhan24.com
শিক্ষার্থীদের নিরাপত্তায় বন্ধই থাকবে কোচিং সেন্টার
মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪ ০৯:৩৭ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

সারাদেশে কোটা সংস্কার আন্দোলন ও এর পরে ছড়িয়ে পড়া সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান অবস্থায় সারাদেশে কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ১০ জুন নির্দেশনা জারি করে। সেই নির্দেশনার ধারাবাহিকতায় বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।

এর আগে এইচএসসি ও সমমানের পরীক্ষা চলার সময় কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়।

আন্দোলনের এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। এতে ১৬ জুলাই থেকে কয়েক দফা পিছিয়ে এইচএসসি ও সমমানের সব পরীক্ষা আগামী ১ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে।