anusandhan24.com
বাংলাদেশ নিয়ে মমতা ব্যানার্জীর কোন মন্তব্যে ঢাকার আপত্তি?
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ ০৭:৫৪ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন আর তার পরে সহিংসতা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর একটি মন্তব্য নিয়ে ঢাকা থেকে ভারত সরকারের কাছে আপত্তি জানানো হয়েছে।

কলকাতার এক জনসভায় গত রবিবার মিজ ব্যানার্জী বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে কিছু মন্তব্য করেছিলেন। তবে তার আগে তিনি এটাও বলে নিয়েছিলেন, “আমি বাংলাদেশ নিয়ে কোনও কথা বলতে পারি না কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ভারত সরকার বলবে”।

“কিন্তু আমি এটুকু বলতে পারি যে অসহায় মানুষ যদি বাংলার দরজায় খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজলিউশন আছে যে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পার্শ্ববর্তী এলাকা সম্মান জানাবে,” সেদিনের ভাষণে বলেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রধান।