anusandhan24.com
কোটা আন্দোলনে প্রাণহানির তদন্ত চায় জাতিসংঘ
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ ০৮:২৬ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

কোটা সংস্কার আন্দোলন ক্রমেই রক্তক্ষয়ী হয়ে উঠছে। দেশের বিভিন্ন স্থানে এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। এমন পরিস্থিতে শিক্ষার্থীদের আন্দোলনে প্রাণহানির ঘটনার তদন্ত চেয়েছে জাতিসংঘ।

সংস্থাটির মানবাধিকার প্রধান ভলকার তুর্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে তদন্তের দাবি জানান। বুধবার (১৭ জুলাই) করা সেই পোস্টে তুর্ক লিখেছেন, ‘সব ধরনের সহিংসতা ও বল প্রয়োগ, বিশেষ করে প্রাণহানির ঘটনায় অবশ্যই তদন্ত করতে হবে এবং দোষীদের জবাবদিহির আওতায় আনতে হবে।’

দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে শঙ্কা জানিয়ে স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ মৌলিক মানবাধিকার বলেও স্মরণ করিয়ে দেন তিনি।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনে সংঘাত বেড়েই চলেছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশ এবং ছাত্রলীগের সঙ্গে কোটা আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে।

শিক্ষার্থীদের উপর পুলিশি অ্যাকশনের প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ডাক দিয়েছে কোটা আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।