anusandhan24.com
নথি জালিয়াতি: মালয়েশিয়ায় এক বাংলাদেশি গ্রেফতার
শনিবার, ৬ জুলাই ২০২৪ ০৮:২৩ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

মালয়েশিয়ায় নথি জালিয়াতি সিন্ডিকেট পরিচালনাকারী এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট।

জিআইএম, বৃহস্পতিবার (৪ জুলাই) রাজধানী কুয়ালালামপুরের চৌকিট এলাকা থেকে বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাংলাদেশি মালয়েশিয়ায় নথি জালিয়াতি কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে।

জেআইএম-এর মহাপরিচালক, দাতুক রুসলিন জুসোহ শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগ, ইমিগ্রেশন হেডকোয়ার্টার পুত্রজায়ার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের একটি দলের বিশেষ অভিযানে গ্রেফতার হওয়া ২৪ বছর বয়সী বাংলাদেশির কাছে স্টুডেন্ট পাস পাওয়া গেছে।

রুসলিন বলেন, দুই সপ্তাহ ধরে চালানো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, অপারেশন দলটি চৌকিটের একটি হোটেল রুমে নথি জালিয়াতির প্রধান কার্যালয় হিসাবে ব্যবহৃত হয়েছিল।

তিনি আরও বলেন, এই সিন্ডিকেটটি তিন মাস ধরে কাজ করছে এ সময় তারা বাংলাদেশ, নেপাল, ভারত ও ইন্দোনেশিয়ার যাদের ভ্রমণের কাগজপত্র নেই তাদের ভুয়া পাসপোর্ট সেবা প্রদান করে আসছিল। তারা ফোমিমা নথিগুলি পেতে পাসপোর্ট ব্যবহার করে এবং প্রতিটি পাসপোর্টের জন্য ১০০ থেকে ১৫০ রিঙ্গিত নিয়ে কাজ করত।

রুসলিন বলেন, অভিযানের সময় একটি ল্যাপটপ কম্পিউটার, একটি প্রিন্টার, জাল সন্দেহে ৪৫টি পাসপোর্ট, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও নেপালের ১০২টি পাসপোর্ট, জাল ইলেকট্রনিক ই-ভিসা নথির নয়টি শিট, ফোমেমা পরিদর্শন ফর্মের চারটি শিট, এতে ছাপা বাংলাদেশি পাসপোর্ট পৃষ্ঠা সহ কাগজ এবং জাল নথি তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৪ এর অধীনে আরও অধিকতর তদন্তের জন্য গ্রেফতারকৃত বাংলাদেশিকে পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশনের মহাপরিচালক রুসলিন জুসোহ।