হারলেই বাদ। এমন ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে আফগানদের দারুণ শুরু এনে দেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। দু’জনেই পেয়ে যান ফিফটির দেখা। ওপেনিং জুটিতেই ১১৮ রান জমা করে ফেলে আফগানরা। তবে দু’জনের কেউই সেই অর্থে দ্রুত রান তুলতে পারেননি। তাতে বড় সংগ্রহের পথে কিছুটা ঘাটতি থেকে যায় আফগানদের। এরপরও অজিদের ১৪৯ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আফগানরা। এখন নিজেদের বোলিং শক্তি দেখাতে পারলেই হয়।
অজিদের বিপক্ষে এদিন শুরুটা বেশ ভালো করে আফগানরা। পাওয়ারপ্লেতে জমা করে ৪০ রান। এরপর এই জুটিতে ভর করেই ১৩.২ ওভারে দলীয় শত রান ছুঁই আফগানরা। স্বাভাবিকভাবেই তাই ভাবা হচ্ছিল শেষ দিকে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে অজিদের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করাবে আফগানরা। তবে আফগান ব্যাটারদের সেটি হতে দেননি অজি বোলাররা। নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানদের রানে শুরু থেকেই লাগাম টেনেছে দলটি। তাতে বড় সংগ্রহের ভিত গড়েও শেষ পর্যন্ত সংগ্রহটাকে দেড়শও পার করতে পারেনি আফগানরা। শেষ দিকে একের পর এক উইকেট তুলে আফগানদের বড় সংগ্রহের পথ থেকে ছিটকে অজি বোলাররা।
আফগানদের অল্পতে আটকে রাখার বড় কৃতিত্বটা অবশ্য অজি স্পিনারদের। অ্যাস্টন অ্যাগার ৪ ওভারে ১ মেইডেন দিয়ে মাত্র ১৭ রান খরচ করেছেন। অন্যদিকে গ্লেন ম্যাক্সওয়েল খরচ করেছেন ২ ওভারে মাত্র ১২। অ্যাডাম জাম্পা ২৮ রান খরচায় তুলেছেন ২ উইকেট। প্যাট কামিন্স ২৮ রান খরচায় শিকার করেছেন ৩ উইকেট।
তাদের এমন বোলিংয়েই বড় রানের পথ থেকে সরে আসতে হয়েছে আফগানদের। শেষ পর্যন্ত রশিদ খানের দলকে থামতে হয়েছে ১৪৮ রানে। যার মধ্যে ৪৯ বলে ৬০ রান এসেছে গুরবাজের ব্যাট থেকে ইব্রাহিম জাদরান করেছেন ৪৮ বলে ৫১ রান।