anusandhan24.com
দুদকে যাচ্ছেন না বেনজীর, সময় চেয়ে আবেদন
বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ০৮:৫০ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

দুর্নীতি দমন কমিশন (দুদক) আগামী ৬ জুন বেনজীর আহমেদকে তলব করেছিল। কিন্তু বেনজীরের আইনজীবীরা জানিয়েছে তিনি সময় চেয়েছেন ।

বুধবার (৫ জুন) দুদক কমিশনার জহুরুল হক সাংবাদিকদের বলেন, বেনজীর আহমেদ সময় চেয়ে কমিশনে একটি আবেদন পেশ করেছেন। আইনে সুযোগ আছে সময় চাওয়ার। সময় চাইলে দুদক ১৫ দিন সময় দিতে পারবে।

অনুসন্ধানের অংশ হিসেবে ইতোমধ্যে বেনজীর আহমেদকে ৬ জুন এবং তার স্ত্রী জীশান মীর্জা ও দুই মেয়েকে ৯ জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

তবে, ধারণা করা হচ্ছে, তারা কেউই দেশে নেই। যদিও দুদক থেকে তাদের বিদেশ যাত্রায় কোনো ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।