anusandhan24.com
ফেসবুক পোস্টেই বাজিমাত
বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ০৬:৪১ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

বুড়িচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনে সকাল থেকে বর্তমান চেয়ারম্যান আখলাক হায়দার এবং তার উকিল জামাই ইঞ্জিনিয়ার বাছির খানের মধ্যে ভালোই প্রতিযোগিতা দেখা গেছে।

বুধবার দুপুর ১২টার দিকে বিভিন্ন ফেসবুকে দেখা গেছে, আখলাক হায়দার এবং তার ভাই তারেক হায়দার মিলে গেছেন। আবার কিছু সময় পরে দেখা গেছে, তারেক হায়দারের ফেসবুক থেকে প্রচার হচ্ছে তিনি মিলেন নাই।

দুপুরের দিকে আবারো তারেক হায়দারের ফেসবুক আইডি থেকে প্রচার করা হয়েছে তিনি ভাইকে সমর্থন দিয়েছেন- বিষয়টি সাংবাদিক মাহফুজ বাবু তার ফেসবুক আইডিতে শেয়ার করেন। মূহুর্তে বিষয়টি ভাইরাল হয়ে যায়।

মাহফুজ বাবু বলেন, দুপুরের দিকে আখলাক হায়দারের ভাইয়েরা যখন বুঝতে পারলেন তাদের পরিবারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে- তখন তারা পারিবারিকভাবে এক হওয়ার ঘোষণা দেন। এতে করে দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যে ভোটাররা ঘোড়ায় ভোট দিতে থাকেন।ফলে ভোটের মোড় নিতে থাকে পুরোদমে আখলাক হায়দারের ঘোড়ার দিকে।এতে করে অনেকে আলোচনা করেন এক ফেসবুক পোস্টেই বাজিমাত।সব শেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয় মেয়াদে আবারো উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন আখলাক হায়দার।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বুড়িচং উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী বুড়িচং থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার ৩৭ হাজার ৭৮৭ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী ইঞ্জি. বাছির খান ২৫ হাজার ৪৫৩ ভোট পেয়েছেন।