anusandhan24.com
ইরান-ইসরাইল উত্তেজনা: মার্কিন বাহিনীর অবস্থান পরিবর্তন
শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ ০৯:৩১ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইসরাইলে থাকা মার্কিন নাগরিকদের ভ্রমণ সতর্কতা দিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার শঙ্কায় নাগরিকদের জেরুজালেম, তেল আবিবের বাইরে না যেতে বলেছে মার্কিন দূতাবাস।
ইসরাইলকে ইরানি আক্রমণ ঠেকাতে পরামর্শ দিতে দেশটিতে শীর্ষ জেনারেল পাঠাল পরম মিত্র যুক্তরাষ্ট্র।

ইসরাইল হামলার শিকার হতে পারে এমন শঙ্কায় মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন রণতরী প্রস্তুতির অংশ হিসেবে অবস্থান পরিবর্তন করতে শুরু করেছে। খবর দ্য টেলিগ্রাফ।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি বলেন, মিত্র ইসরাইলের ওপর ইরানের যেকোনো হামলা রুখে দিতে পুরোপুরি প্রস্তুত মার্কিন বাহিনী। আর তা জানান দিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন রণতরী স্থান পরিবর্তন করেছে।

তবে তিনি মার্কিন বাহিনীর স্থান পরিবর্তন বা কোনো পথে এগোচ্ছে তা খোলাসা করেননি। মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আইজেনহাওয়ার’ সহ নৌবাহিনীর আরও যুদ্ধযান বর্তমানে লোহিত সাগর ও ভূমধ্যসাগরে অবস্থান করছে।

ইসরাইলের মূলভূখণ্ডে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য ইরানি হামলা প্রতিরোধে প্রস্তুতি নেওয়া শুরু করেছে তেল আবিব। এর আগে, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, হামলা চালাতে তেহরান প্রস্তুতি নিচ্ছে।