anusandhan24.com
নামযজ্ঞ অনুষ্ঠান দেখে ফেরার পথে প্রাণ গেল ৩ জনের
শনিবার, ৩০ মার্চ ২০২৪ ০৫:০৪ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

মাগুরার শালিখা উপজেলার ছয়ঘড়িয়া হাজাম বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। মাগুরার চঞ্চল গোসাইয়ের আশ্রমে নামযজ্ঞ অনুষ্ঠান দেখে ফেরার পথে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের নিতাই দের স্ত্রী নিরুপমা দে (৪৫), একই গ্রামের নারায়ণ চন্দ্র দের স্ত্রী পুষ্প রানী দে (৪০) ও নারিকেলবাড়িয়া বাজারের ব্যবসায়ী মধু শিকদার (৫০)।

আহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নিহত নিরুপমা দের স্বামী নিতাই দে ও সিএনজি চালক বাবলু হোসেন। তাদেরকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ও শালিখা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরার শালিখা থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে একটি সিএনজিযোগে নামযজ্ঞ অনুষ্ঠান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন কয়েকজন। শালিখা উপজেলার ছয়ঘড়িয়া হাজাম বাড়ির মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি নসিমন সিএনজিকে ধাক্কা দিলে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে নিহত হন নিরুপমা ও পুষ্প। মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান নারিকেলবাড়িয়া বাজারের ব্যবসায়ী মধু শিকদার।

তিনি আরও জানান, সিএনজিতে ড্রাইভারসহ মোট ৯ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৫ থেকে ৬ জন নারী।

এ ঘটনায় শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।