anusandhan24.com
হেফাজতে থেকে প্রথমবারের মত সরকারি আদেশ জারি করলেন কেজরিওয়াল
রবিবার, ২৪ মার্চ ২০২৪ ০৫:৪৭ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) হেফাজতে থেকে প্রথমবারের মত আদেশ জারি করেছেন ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লির মন্ত্রী অতীশি রোববার এক সংবাদ সম্মেলনে কেজরিওয়ালের জারি করা আদেশ সম্পর্কে জানান।

এ বিষয়ে দলীয় একটি সূত্র জানিয়েছে, আদেশটি ভারতের পানি মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত এবং এই নির্দেশিকাটি নোটের মাধ্যমে পাঠানো হয়েছিল।

সংবাদ সম্মেলনে অতীশি বলেন, ইডি হেফাজত থেকে দিল্লির মুখ্যমন্ত্রী শহরের কিছু এলাকায় পানি এবং নর্দমার সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: সমাজের কল্যাণে কাজ করার আহ্বান কেজরিওয়ালের

তিনি আরও জানান, কেজরিওয়াল কারাবন্দি থাকলেও ‘কোনো কাজ থেমে থাকবে না। ‘

কেজরিওয়াল পানির অভাবে ভুগছে এমন এলাকায় পর্যাপ্ত পানির ট্যাঙ্কার মোতায়েন করার নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন অতীশি। তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতেও তিনি নিজের কথা নয়,দিল্লির মানুষ ও তাদের সমস্যার কথা ভাবছেন। ‘

সম্প্রতি দিল্লির আবগারি নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন কেজরিওয়াল। আম আদমি পার্টি জানিয়েছিল জেলে থেকেই সরকার চালাবেন মুখ্যমন্ত্রী। সেই মতো হেফাজতে আটক থেকেও সরকারকে প্রথমবারের মত আদেশ জারি করলেন তিনি।

তথ্যসূত্র :ইন্ডিয়া টুডে।