anusandhan24.com
পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ০৫:২৯ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার রাত ৯টায় এই ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের মাস্টার (বুকিং) রেজাউল করিম ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আলমগীর আশরাফ জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেসটি বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে যাত্রা বিরতি করে। যাত্রা বিরতি শেষে ট্রেনটি ঢাকার দিকে যাওয়ার সময় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনের চাকা ত্রুটির কারণে এই লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।