anusandhan24.com
চলন্ত স্কুলবাসে অগ্নিকাণ্ড
বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪ ০৮:৪৩ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

যশোর-খুলনা মহাসড়কের কোল্ডস্টোর মোড়ে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাসচালক ও হেলপার ছাড়া আর কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে হুশতলা থেকে মণিহারের দিকে আসার সময় কোল্ডস্টোর মোড়ে এ ঘটনা ঘটে। যশোর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের কোল্ডস্টোর মোড়ের একটি ওয়ার্কশপ থেকে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি বাসের ওয়েল্ডিং কাজ করা হয়। কাজ শেষে বাসটি চলে যাবার সময় হঠাৎ পেছনে আগুন লাগে। এতে করে বাসটির ভেতরের সব অংশই পুড়ে গেছে। তবে চালক-হেলপাররা নেমে যেতে সক্ষম হন।

ধারণা করা হচ্ছে, ওয়েল্ডিংয়ে ত্রুটি থাকার কারণে আগুন লাগতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।