anusandhan24.com
বৃষ্টি হওয়ার সম্ভাব্য তারিখ জানাল আবহাওয়া অফিস
বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪ ০৮:৫৪ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

বগুড়ায় হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে নিম্নআয়ের ও ছিন্নমূলদের দুর্ভোগ বেড়েছে। মঙ্গলবার জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কিবরিয়া মামুন জানান, মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন সর্বনিম্ন ১১ দশমিক ৪ ডিগ্রি ও সর্বোচ্চ ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আগামী ১৯ বা ২০ জানুয়ারি জেলায় গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত হতে পারে। আর বৃষ্টি হলে শীতের তীব্রতা আরও বাড়বে।

বগুড়ায় গত কয়েক দিন সূর্যের দেখা মেলেনি। ঘন কুশায়া ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সড়ক বিভাজন, ফুটপাত, স্টেশন ও খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া ছিন্নমূল এবং নিম্নআয়ের মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। জনগণ বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না। অনেকে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীতের কারণে রাস্তায় জনগণের উপস্থিতি কমে গেছে। ভোরে ঘন কুয়াশা থাকায় সড়ক ও মহাসড়কে যানবাহনগুলো ফগ বা হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। প্রচণ্ড শীতের কারণে খেটোখাওয়া মানুষগুলো ঠিকমতো কাজ পাচ্ছেন না। এতে পরিবার নিয়ে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। আবার শীতের কারণে শীতজনিত রোগ বাড়ছে। গত ১৫ দিনে সরকারি হাসপাতালগুলোতে বিভিন্ন বয়সের এক হাজার মানুষ শীতজনিত ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্তরা চিকিৎসা নিয়েছেন। শীতের কাপড়ের দোকানে ভিড় বেড়েছে।