anusandhan24.com
‘ডামি মন্ত্রিসভা’ প্রত্যাখ্যান করে এবি পার্টির ‘গণশপথ’
বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪ ০৮:৩৭ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গঠিত সরকারকে ‘ডামি মন্ত্রিসভা’ আখ্যা দিয়েছে এবি পার্টি। নতুন সংসদ ও সরকারকে দলটি প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশকে ‘এক পরিবারের রাজ্যে পরিণত’ করার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে গণশপথ কর্মসূচি পালন করেছে এবি পার্টি।

মঙ্গলবার দলের আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরীর নেতৃত্বে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয় চত্বরে এবি পার্টির নেতাকর্মীর শপথবাক্য পাঠ করানো হয়।

দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর সঞ্চালনায় গণশপথ অনুষ্ঠানে বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) আবদুল ওহাব মিনার, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান প্রমুখ।

শপথ বাক্যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সংগ্রাম অব্যাহত রাখার প্রতিজ্ঞা করানো হয়। সেই সঙ্গে বলা হয়, গণতন্ত্রের ছদ্মবেশে যারা ভোটাধিকার হরণ করেছে, দুঃশাসন চাপিয়ে দিয়ে দেশকে ‘লুটপাটের স্বর্গরাজ্য’ বানিয়েছে, একদলীয় সরকার কায়েম করে এমপি ও মন্ত্রিসভার ‘প্রতারণামূলক শপথ’ নিয়েছে, তাদের প্রত্যাখ্যান করছি।