anusandhan24.com
হবিগঞ্জে ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
শনিবার, ৬ জানুয়ারি ২০২৪ ০৮:৫৮ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

হবিগঞ্জের চুনারুঘাটে একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোটের মাত্র একদিন আগে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চুনারুঘাট পৌর এলাকার ধলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ আগুন দেওয়া হয়। খবর পেয়ে চুনারুঘাট ফায়ারসার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানা। তিনি জানান, রাত সোয়া ১২টায় তাকে জানানো হয় ওই কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

তিনি বলেন, এখনও কোনো কেন্দ্রে ভোটের কোনো সরঞ্জাম পৌঁছেনি। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা আ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে নির্ধারণ করা হবে। কারা আগুন দিয়েছে তা এখনও জানা যায়নি।