anusandhan24.com
আর পরিবার নিতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা
বৃহস্পতিবার, ৪ জানুয়ারি ২০২৪ ০৮:৫৩ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

যুক্তরাজ্যে পরিবার নিতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা। নতুন করে এ নিয়ম কার্যকর করবে ব্রিটিশ সরকার। অভিবাসন সীমিত করার পদক্ষেপ হিসাবে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।

ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধে সরকারের জোর প্রচেষ্টার অংশ হিসাবে গত বছরের মে মাসে এ পরিবর্তনের কথা ঘোষণা করে ব্রিটিশ সরকার। এ বছর থেকেই এ নীতি কার্যকর করা শুরু হয়েছে। বুধবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, চলমান জানুয়ারি মাস থেকে শিক্ষাক্রম শুরু করা আন্তর্জাতিক শিক্ষার্থীরা তার ওপর নির্ভরশীল সদস্যদের যুক্তরাজ্যে নিয়ে যেতে পারবেন না। তবে স্নাতকোত্তর গবেষণা কোর্স করা বা সরকারের অনুদানের বৃত্তি পেয়ে কোর্স করা শিক্ষার্থীরা তাদের ওপর নির্ভরশীল সদস্যদের যুক্তরাজ্যে নিয়ে যেতে পারবেন।

নতুন এই নিয়মের ফলে প্রতিবছর প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের যুক্তরাজ্যে আসা কমবে বলে জানিয়েছেন মন্ত্রিসভার এক সদস্য।