anusandhan24.com
শমসের-তৈমূরকে জাতীয় বেইমান আখ্যা তৃণমূল প্রার্থীদের
শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ০৮:০৭ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী ও মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে জাতীয় বেইমান আখ্যা দিয়েছেন দলের প্রার্থীরা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আলোচনা সভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৬০ জন প্রার্থীর পক্ষে এ অভিযোগ জানানো হয়।

সভার সভাপতি ঢাকা-১৫ আসনের প্রার্থী খন্দকার এমদাদুল হক সেলিম বলেন, আমাদের সভাপতি-মহাসচিব কোনো যোগাযোগ রাখেন না। উনারা অন্তরে এক আর মুখে আরেক কথা বলেন। তাদের বহিষ্কার করে নতুন সভাপতি ও মহাসচিব যদি আনা যায় তাহলে জনগণ খুশি হবে।

যশোর-৫ আসনে প্রার্থী মোস্তফা গণি বলেন, শমসের এবং তৈমূর আমাদের সঙ্গে নজিরবিহীন অসমন্বয় করে, বিশ্বাসঘাতকতা ও উলঙ্গ করে মাঠে ছেড়ে দিয়েছেন। আমাদের অভিভাবক হিসাবে প্রধানমন্ত্রী আপনি এর বিচার করুন।

তিনি হুঁশিয়ারি করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি আমাদের সমস্যা সমাধান না করেন, তাহলে আমরা কঠোর হতে বাধ্য হব এবং আমরণ অনশনে যেতে বাধ্য হব। আলোচনায় আরও বক্তব্য রাখেন-বরগুনা-২ আসনের ইউনূস সোহাগ, কুমিল্লা-২ আসনের মো. মাঈনুদ্দিন, নেত্রকোনা-৪ আসনের আল মামুন, নেত্রকোনা-৫ আসনের আব্দুল ওয়াহাব হামিদী, ঢাকা-৬ আসনের কাজি সিরজুল ইসলাম, মাগুরা-১ আসনের সঞ্জয় রায় রনি, মাদারীপুর-৩ আসনের প্রবীণ হালদার প্রমুখ।

এদিকে তৃণমূল বিএনপির পক্ষ থেকে ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদের পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নাম দিয়ে আলোচনা সভা হবে মর্মে কে বা কারা মিডিয়ায় প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছে, যার সঙ্গে তৃণমূল বিএনপির কোনো সম্পর্ক নেই।

শমসের মোবিন ও তৈমূর বলেন, কেউ তৃণমূল বিএনপির নাম ব্যবহার করে কোনো কর্মসূচি করার চেষ্টা করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।